আজকের রাশিফল (৩১ /০৮ /২০১৮)
- মেষ রাশি :- আজ আপনি পরিশ্রম করে আপনার উপযুক্ত ফল নাও পেতে পারেন তাই বুদ্ধি খাটিয়ে কাজ করুন । উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো নয় । আজ আপনি আঘাত পেতে পারেন তাই সাবধানে থাকুন । ব্যবসায় লাভের পরিমান বাড়তে পারে । আজ আপনি পরিবারের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন ।
- বৃষ /বৃষভ রাশি :- আজকের দিনটি আপনার মোটামুটি ভালোই যাবে । ব্যবসায় টাকা লাগালে সফল হতে পারে । সমাজসেবার জন্য আপনি সম্মানিত হতে পারেন । আজ আপনি কোনো পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন । প্রেমের দিক থেকে দিনটি ভালোই যাবে । নতুন কোনো প্রেমের সন্ধান পেতে পারেন ।
- মিথুন রাশি :- আজ আপনি বাজে সময় নষ্ট না করে ব্যবসায় সেই সময়টাকে কাজে লাগালে সফল হবেন । লেখাপড়ার দিক থেকে সময়টি খুবই ভালো । শিল্পকলায় সম্মানিত হতে পারেন । ব্যর্থ প্রেমে নতুন সম্ভাবনার যুগ রয়েছে । আজ আপনার চাকরির সুযোগ আসতে পারে । ব্যবসার জন্য দিনটি ভালো ।
- কর্কট রাশি :- ব্যবসার দিক থেকে দিনটি ভালোই যাবে । তবে শত্রুদের কাছ থেকে একটু দূরে থাকুন কারণ আজ শত্রুরা আপনার ক্ষতি করতে পারে । বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো । স্বামী স্ত্রী র মধ্যে ঝামেলা হতে পারে । আজ আপনার সারির স্বাস্থ ভালো নাও থাকতে পারে । তাই সাবধানে থাকুন ।
- সিংহ রাশি :- আজ অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না । লেখাপড়ার জন্য দিনটি খুবই ভালো ।প্রেমিক প্রেমিকাদের মধ্যে যন্ত্রনা বাড়তে পারে । ব্যবসার দিকে আজ ভালোই হবে । আজ আপনি কোনো ভালো ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন ।
- কন্যা রাশি :- লেখাপড়ার বিষয়ে আজ ভালোই যাবে । বেকারদের চাকরির সুযোগ আসতে পারে । কর্মক্ষেত্রে সম্মানিত হতে পারে । মন দিয়ে ব্যবসায় কাজ করুন । ভ্রমণে বাধা আসতে পারে । শরীরে রোগের সম্ভাবনা রয়েছে । প্রেমের ব্যাপারে আজকের দিনটি খুবই ভালো ।
- তুলা রাশি :- আজ আপনার দরকারি জিনিসের উপর নজর রাখুন । প্রেমিক /প্রেমিকাদের জন্য দিনটি খুবই ভালো যাবে । আজ পরিবারে আনন্দিত হতে পারেন । ব্যবসায় আজকের দিনটি ভালো যাবে । লেখাপড়ার জন্য ও দিনটি ভালো । ভালো মন্দ মিলিয়েই আজকের দিনটি কাটবে ।
- বৃশ্চিক রাশি :-আপনার শরীর খারাপ হতে পারে । সন্তানদের জন্য চিন্তা হতে পারে । আজ আপনি চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন । ব্যবসার দিকে ভালো যাবে । আজ আপনার মন খারাপ থাকলে গান শুনুন বা কোথাও থেকে ঘুরে আসুন । বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো । বেকারদের একটু চাকরি পেতে কষ্ট হতে পারে ।
- ধনু রাশি :- কর্মস্থলে মাথা ঠান্ডা রাখুন সফল হবেন । বিদ্যার্থীরা কোনো চিন্তা না করে পড়াশোনা করুন সফল হবেন । পরিবারে সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন । তর্কবিতর্ক করতে যাবেন না আজ । আর্থিক দিক থেকে সমস্যা হতে পারে । সন্তানের জন্য একটু চিন্তা হতে পারে ।
- মকর রাশি :- ব্যাব্সায়ীদের জন্য দিনটি তেমন ভালো নয় । খুব পরিশ্রম করেও আপনি সফল নাও হতে পারেন । সংগীতজ্ঞদের জন্য সময়টা খুবই ভালো । প্রতিবেশীর কাছ থেকে সাহায্য পেতে পারেন । তবে অন্য কারোর দ্বারা আজ আপনি প্রতারিতও হতে পারেন । তাই সাবধানে থাকুন । লেখাপড়ার দিকে মানসিক চাপটা একটু বাড়তে পারে ।
- কুম্ভ রাশি :- আজ আপনার শরীর অসুস্থ হতে পারে । লেখাপড়ার জন্য একটু চাপ বাড়তে পারেন । ব্যবসার দিকে মাথা ঠান্ডা রাখুন নাহলে চাপ বাড়তে পারেন । বেকারদের জন্য চাকরির সুযোগ রয়েছে । আজ সারাদিন কাজের পরিমান একটু বাড়তে পারে ।
- মীন রাশি :- আজ সতর্কের সাথে ব্যবসা করুন নাহলে আপনার একটু মানহানি হতে পারে । কাজের চাপ বাড়তে পারে । লেখাপড়ার জন্য সময়টা খুব ভালো । বেকারদের চাকরি পেতে কষ্ট হলেও চেষ্টা করুন তবে সফল হবেন ।আজ আপনার একটু কষ্ট ও হতে পারে । তবে আপনি আপনার দুঃখ শেয়ার করার জন্য ভালো কারোর সাথে দেখা হতে পারে ।
No comments:
Post a Comment