Tuesday, August 28, 2018

দৈনিক রাশিফল (২৯ / ০৮ / ২০১৮) #Gyan Sanskar


আজকের রাশিফল (২৯ / ০৮ / ২০১৮)



  • মেষ রাশি :- কর্মক্ষেত্রে শত্রূর জন্য আপনার মানসিক চাপ বাড়তে পারে ।  পড়াশোনায় আজ উন্নতি ঘটতে পারে । ব্যবসাক্ষেত্রে আজ আপনার তেমন লাভ নাও হতে পারে । গৃহে খরচের পরিমান বাড়তে পারে । প্রেমের ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়ো করতে যাবেন না । তবে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে । আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে ।

  • বৃষ /বৃষভ রাশি :- কর্মক্ষেত্রে অনেকদিনের প্রচেষ্টা আজ আপনার সফল হতে পারে । দাম্পত্য জীবনের কলহের সম্ভাবনা রয়েছে । প্রেমের দিক থেকে একটু বুদ্ধি করে চলুন তাহলে ভালো হবে । কর্মরত মহিলাদের মধ্যে একটু আলস্য দেখা দিতে পারে । তবে তারা মন দিয়ে কাজ ও করতে পারবে । ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই শুভ । বিদ্যার্থীরা নতুন কোনো শুভ সংবাদ পেতে পারে |

  • মিথুন রাশি :- আজ আপনি মন থেকে ভয়,সন্দেহ,রাগ ইত্যাদি নেতিবাচক দিকগুলোকে সরিয়ে দিন কারণ এই নেতিবাচক দিকগুলো আপনাকে ঠিক উলটো পথে পরিচালিত করে । দাম্পত্য জীবনে একটু সমস্যা হতে পারে । ব্যবসায় নতুন কিছু না করাই ভালো হবে আজ । লেখাপড়ায় একটু চাপের পরিমানটা বাড়তে পারে | 

  • কর্কট রাশি :- আজ আপনার শত্রূর দ্বারা ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা রয়েছে ।আপনার ব্যক্তিত্ব উন্নতি করার চেষ্টা করুন । আজ আপনার খরচ বেশি হবে না । আর আজ আপনার পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটবে । আপনার স্ত্রী র জন্য আজ আপনি আঘাত পেতে পারেন । সকালের দিকে আপনার শরীর ভালো নাও থাকতে পারে । বিদ্যার্থীদের ভালো সুযোগ সামনে আসতে পারে ।

  • সিংহ রাশি :- আজ আপনার আর্থিক সমস্যা হতে পারে । তবে ঝুকি নিয়ে কাজ করলে আজ আপনার অর্থনৈতিক উন্নতি হতে পারে । আপনি কোনো দলের মধ্যে থাকলে একটু ভেবে চিনতে কথা বলবেন । আপনার কোনো আবেগপ্রবণ কথা আজ আপনার সমস্যা ডেকে আনতে পারে । প্রেমের দিক থেকে আজকের দিনটি ভালো । লেখাপড়ায় উন্নতি হতে পারে । সকালের দিনে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হতে পারে | 

  • কন্যা রাশি :- প্রেমের দিক থেকে কোনো সমস্যা থাকলে সেগুলো আজ আপনার কেটে যেতে পারে । আজ আপনি কোনো ঋণ সহজে শোধ করতে পারবেন ।  বন্ধুদের কাজ থেকে কোনো সুখবর দিয়ে আজ আপনার দিনটি শুরু হতে পারে । আজ আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালোবাসার অনেক সময় পাবেন । জীবনের ঝুঁকি হতে পারে । বিদ্যার্থীদের জন্য সময়টা তেমন ভালো নয় । তবে আজ আপনার পরিবারের সঙ্গে দেখা হতে পারে ।

  • তুলা রাশি :- আজ আপনার জলপথে ভ্রমণ করা থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে । আপনার দক্ষতা দিয়ে কাজ করুন সফল হবেন । আজ আপনার খরচের পরিমান বাড়তে পারে । পরনিন্দা থেকে দূরে থাকুন । আপনার স্ত্রী আজ একটু রোমান্টিক হয়ে উঠতে পারে । বেকারদের চাকরির যুগ রয়েছে ।

  • বৃশ্চিক রাশি :- আজ আপনার অস্বাভাবিক উপায়ে আর্থিক উন্নতি ঘটতে পারে । নানা বাধাবিপত্তির মধ্যেও কর্মক্ষত্রে উন্নতি হতে পারে । প্রেমে আজ মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না তাহলে আপনার সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা রয়েছে । সবাইকে ভালোবাসার চেষ্টা করুন । গানবাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হতে পারে । শারীরিক সমস্যা হতে পারে ।কাজে বাধা আসতে পারে ।মন দিয়ে লেখাপড়া করুন ।

  • ধনু রাশি :- উচ্চশিক্ষায় আজ আপনার সমস্যা বাড়তে পারে । প্রিয়জনের জন্য একটু চিন্তা হতে পারে । আজ আপনি ভালোবাসা পেতে পারেন । তবে স্বামী স্ত্রর মধ্যে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে । ব্যবসাক্ষেত্রে উন্নতি হতে পারে । নতুন কোনো পরিকল্পনায় সফল হতে পারেন |

  • মকর রাশি :- আজকের দিনটি আপনার খুবই ভালো যাবে । অর্থনৈতিক উন্নতি হতে পারে । শুভ কাজে দেরি করবেন না । আজ আপনার পায়ে ব্যথা , পেতে ব্যথা এগুলো বাড়তে পারে । তাই সাবধানে থাকুন । কর্মস্থলে মস্তিস্ক ভালোই কাজ করবে । আজ আপনার প্রেমের সঙ্গী আপনাকে দোষারুপ করতে পারে । নিজের কাজের জন্য মানসিক যন্ত্রনা বাড়তে পারে । লেখাপড়ায় মানসিক চাপ বাড়তে পারে ।

  • কুম্ব রাশি :- আজ আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন । তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা  করুন । কর্মস্থলে বিকল্প রাস্তায় আসার আলো দেখতে পারেন ।  আজ আপনার আত্মীয় বা বন্ধুদের আর্থিক দিক সামলাতে দেবেন না তবে আপনার সমস্যা হতে পারে ।  রোমান্টিক ভ্রমণে যেতে পারেন । আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে । লেখাপড়ার জন্য আজকের দিনটি খুবই ভালো ।

  • মীন রাশি :- আজ আপনি কোনো অপ্রত্যাশিত লাভ থেকেই আপনি অনেকটা লাভ পেতে পারেন ।  আজ আপনার দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন ।   প্রেমে সময় দিলে ভালোই লাগবে । গোপন শত্রুরা আপনার ক্ষতি করতে পারে ।ব্যবসায় সকালের দিকে ভালো হতে পারে । বিদ্যার্থীদের সাফল্য লাভ করতে একটু অপেক্ষা করতে হবে ।



No comments:

Post a Comment