Monday, August 27, 2018

দৈনিক রাশিফল (২৮ /০৮ /২০১৮) #GyanSanskar

আজকের রাশিফল (২৭ / ০৮ / ২০১৮ )

  • মেষ রাশি :- আজকের দিনে ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত ব্যাপার নিয়ে চিন্তার সম্ভাবনা রয়েছে । সরকারি চাকুরীজীবিদের কোনো সংবাদে খুশি হতে পারে । আজ আপনার বিপদের সম্ভাবনা রয়েছে । তাই সাবধানে থাকবেন । দীর্ঘ প্রতীক্ষার পর আজ আপনি প্রেমের সন্ধান পেতে পারেন । মাথার যন্ত্রনা বাড়তে পারে । 

  • বৃষ /বৃষভ রাশি :- ব্যবসায় অর্থ উপার্জনের ভালো সুযোগ রয়েছে । মানসিক চাপ বাড়তে পারে এবং অর্থের ভারসাম্য রক্ষা করতে আপনি সমস্যাই পড়তে পারেন । বন্ধুদের সঙ্গে দূরে কোথাও গেলে সতর্ক থাকবেন । প্রেমের দিক থেকে আজ আপনার ভালোই যাবে । বিদ্যার্থীদের উন্নতি হতে পারে । 

  • মিথুন রাশি :- আজ আপনার কোনো বন্ধুর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে ।  ঠান্ডা মাথায় কাজ না করলে আজ আপনি অসুবিধাই পড়তে পারেন । প্রেমের দিক থেকে আজকের দিনটি অশুভ । প্রেমিক/প্রেমিকার জন্য সম্মানহানি হতে পারে  ।আপনি অসুস্থ হতে পারেন । লেখাপড়ায় মানসিক চাপ বাড়তে পারে । ব্যাবসায়ীদের লাভের পরিমান কম হতে পারে ।  চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই ভালো যাবে ।  

  • কর্কট রাশি :- আজ আপনার দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে । শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে ।  কারোর জন্যে আপনি দুঃচিন্তায় পড়তে পারেন । আর্থিক সমস্যা বাড়তে পারে । তর্কবিতর্কে জড়াবেন না আজ । বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে । শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি হতে পারে । ব্যবসাক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনায় সফল হতে পারেন । 

  • সিংহ রাশি :- আজ আপনার পরিবারে ঝামেলা হতে পারে । আপনার শরীর  ও খারাপ যেতে পারে । নতুন কোনো ব্যবসায় / কাজে নামার আগে ভালো করে ভেবে নেবেন । আজ আপনি দূরে কোথাও ভ্ৰমণ করতে পারেন কিন্তু চলাচ্ছলে সাবধানতা অবলম্বন করবেন । প্রেমের বিষয়ে একটু ঝামেলা হতে পারে । আজ সৎপথে কাজ করলে আয়করে উন্নতি হতে পারে । তবে বেকারদের চাকরি পেতে একটু কষ্ট হতে পারে । 

  • কন্যা রাশি :- আজ আপনার শারীরিক কষ্ট হতে পারে । পরিবারে কারোর জন্যে অশান্তি বাড়তে পারে । তবে প্রেমের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো । গবেষণামূলক কাজে আজ আপনি সাফল্য লাভ করতে পারেন । চাকরির ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো । তবে আজ সকালের দিকে আপনার মায়ের শরীর অসুস্থ হতে পারে । সমাজসেবায় কেউ আপনাকে বিপদে ফেলতে পারে । উঁচাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে । 

  • তুলা রাশি :- আজ আপনার সময়টা খুব একটা অনুকূল নয় । কাজে অবহেলার কারণে আপনি আর্থিক সমস্যাই জড়িয়ে পড়তে পারেন । সন্তানের ব্যাপারে দুঃচিন্তায় পড়তে পারেন । আজ আপনি দূরে কোথাও ভ্রমণ করতে পারেন কিন্তু সাবধানে থাকবেন । আজ আপনার পরিবারে সম্যসা হতে পারে । আর্থিক উন্নতি কম হবে । প্রেমের জন্য আজকের দিনটি খুবই ভালো । ব্যবসাক্ষেত্রে নজর দিলে ভালোই হবে । 

  • বৃশ্চিক রাশি :- আজ আপনার প্রেমের দিক থেকে ভালোই যাবে । দাম্পত্য জীবনে নিরাশা দেখা যেতে পারে । লেখাপড়ায় আজ আপনার ভালোই যাবে । চিকিৎসাক্ষেত্রে সুনামি বাড়বে আজ । ব্যবসাক্ষেত্রে শত্রূতা বাড়তে পারে । পারিবারিকক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে ।  মায়ের জন্য একটু চিন্তা হতে পারে । আপনার শরীর অসুস্থ হতে পারে । তাই সাবধানে থাকুন ।

  • ধনু রাশি :- প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনার ভালোই যাবে । কিন্তু দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হতে পারে । লেখাপড়ার দিকে আজকের দিনটি খুবই শুভ । শত্রূর সাথে ঝামেলা মিটিয়ে নিন নাহলে আপনার ক্ষতি করতে পারে । অবিবাহিতদের বিবাহ নিয়ে কথা হতে পারে । পারিবারিক ঝামেলা সৃষ্টি হতে পারে । আজ আপনার প্রাণের ভয় আছে । তাই সাবধানে থাকুন । 

  • মকর রাশি :- আজ আপনি মন দিয়ে লেখাপড়া করলে ভালোই হবে । কোনো কাজে আজ আপনার অর্থবৃদ্ধি হতে পারে । চাকরিজীবিদের অনিশ্চয়তা দূর হতে পারে । ব্যবসায় বেশি মূলধন ব্যবহার করা ঠিক হবে না । আজ আপনার সন্তানের জন্য চিন্তা হতে পারে । শারীরিক সমস্যা হতে পারে 

  • কুম্ভ রাশি :- আজ আপনি আপনার ক্ষমতা অনুযায়ী কাজ করুন তাহলে কোনো অসুবিধা হবে না । বিবাহিতদের একটু সমস্যা হতে পারে । মানসিক সমস্যা হতে পারে । প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভালো নয় । সমাজসেবায় সম্মান পেতে পারেন । লেখাপড়ায় আজ আপনার নানা সমস্যা দেখা যেতে পারে । স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন । দুপুরের পর ব্যবসায় লাভ হতে পারে ।

  • মীন রাশি :- আজ আপনি কারখানার জন্য নানা চিন্তায় ভুগতে পারেন এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে । শরীর স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে ।অবিবাহিতদের বিবাহের যুগ রয়েছে । ব্যয় বাড়তে পারে । পড়াশোনার দিকে আজ আপনার খারাপ কিছু ঘটতে পারে । তাই ভালো করে পড়াশোনা করুন । প্রেমের দিকে ঝামেলা হতে পারে ।  


No comments:

Post a Comment