আজকের রাশিফল (১ /০৯ /২০১৮)
- মেষ রাশি :- আজ আপনার কর্মক্ষেত্রে ঝামেলার সম্ভাবনা রয়েছে । বিদ্যার্থীদের ভালো ফল পাবার জন্যে একটু মন দিয়ে লেখাপড়া করতে হবে । ব্যবসায়ীদের জন্য ভিন্ন মতামত গ্রহণ না করাই ভালো হবে । শারীরিক সমস্যা বাড়তে পারে । প্রেমের দিক থেকে দিনটি ভালো খারাপ মিলিয়ে চলবে । বেকারদের চাকরি নিয়ে একটু সমস্যা হতে পারে ।
- বৃষ /বৃষভ রাশি :- বিদ্যার্থীরা মন দিয়ে লেখাপড়া করুন । আজ কারোর কোনো মামলা থাকলে সেই মামলায় সমস্যা বাড়তে পারে । প্রেমের ব্যাপারে আজকের দিনটি ভালোই যাবে । ব্যবসায় আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তবে আপনি নিজেই সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারেন । ভালো কোনো কাজের জন্য আজ আপনি সম্মানিত হতে পারেন ।
- মিথুন রাশি :- আজকের দিনটি আপনার ভালো মন্দ মিলিয়েই চলবে । ছাত্রছাত্রীরা মন দিয়ে লেখাপড়া করুন একদম সময় নষ্ট করবেন না । কর্মক্ষেত্রে আজ আপনি কোনো সম্মান পেতে পারেন । আপনি আজ একটু বেশি পরিশ্রমী হতে পারে । আপনার দেহে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে । তাই চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন ।
- কর্কট রাশি :- আজ আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করুন সফল হবেন । পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করুন । যারা লেখাপড়া করেন তাদের একটু চাপ আসতে পারে । আপনার সংসারে একটু আর্থিক সমস্যা আসতে পারে । নতুন কোনো কর্মের সন্ধান আসতে পারে । আজ আপনার সন্তানের জন্য গর্ভবোধ হতে পারে ।
- সিংহ রাশি :- আজ আপনি কোনো ব্যাপারে গুরুজনদের উপদেশ শুনলে ভালোই হবে । বিদ্যার্থীরা ভাবুন কিভাবে লেখাপড়া করলে আপনার আরো উন্নতি হবে সেভাবেই করুন । সংগীতজ্ঞদের ভালো সুযোগ আসতে পারে । আজ আপনি পরিশ্রম করলে ব্যবসায় ভালো ফল আসবে । প্রেমের দিকে একটু ঝামেলা হতে পারে ।
- কন্যা রাশি :- আজ আপনার ব্যবসায় চাপের পরিমানটা একটু বাড়তে পারে । মাথা ঠান্ডা রেখে কাজ করুন সফল হবেন । খুব বেশি পরিশ্রমের ফলে আজ আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন । তাই সাবধানে থাকুন । লেখাপড়ায় একটু চাপ আসতে পারে তবে মন দিয়ে লেখাপড়া করলে ভালো হবে । বেকারদের চাকরি পেতে অসুবিধা হতে পারে ।
- তুলা রাশি :- বিদ্যার্থীদের লেখাপড়ায় চাপ আসতে পারে । বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে । আজ ভালোভাবে কাজ না করলে আর্থিক সমস্যা হতে পারে । কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে । আজ আপনার রক্তচাপের পরিমান বাড়তে পারে । ব্যয় বাড়তে পারে । তাই সাবধানে থাকুন ।
- বৃশ্চিক রাশি :- আজ আপনার আঘাত লাগতে পারে । তাই সাবধানে থাকুন । বিদ্যার্থীরা বাজে সময় নষ্ট না করে মন দিয়ে লেখাপড়া করুন । বিদেশে লেখাপড়া করতে যাবার যুগ রয়েছে । আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন । পরিশ্রম করলে সফল হতে পারবেন । বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
- ধনু রাশি :- আজ বিদ্যার্থীরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন আর মন দিয়ে লেখাপড়া করুন । আজ আপনি কোনো বন্ধুর কাছ থেকে ভালো কিছু সাহায্য পেতে পারেন । অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে । ব্যবসায় আজ লাভই পেতে পারেন ।তবে আজ আপনার শারীরিক সমস্যা বাড়তে পারে ।
- মকর রাশি :- আজ আপনার ব্যয়ের পরিমান বাড়তে পারেন । তৃতীয় কোনো ব্যক্তির জন্যে আজ আপনার পরিবারে সমস্যা হতে পারে । প্রেমের দিক থেকে এটা ভালোই জেট পারে । পরিবারে সুখশান্তি বজায় থাকবে । বিদেশে যাবার যুগ রয়েছে ।
- কুম্ব রাশি :- আজ আপনার ভালো মন্দ মিশিয়েই কাটতে পারে । শত্রুদের থেকে সাবধানে থাকুন । লেখাপড়ায় চাপ বাড়তে পারে । সকালের দিকে আপনার কাজে সাফল্য আসতে পারে । প্রেমের জন্য পরিবারে ঝামেলা হতে পারে । ব্যবসায় একটু সমস্যা বাড়তে পারে । শরীর অসুস্থ ও হতে পারে । তাই সাবধানে থাকুন ।
- মীন রাশি :- আজ আপনি কর্মস্থলে সাফল্য পাবেন । প্রেমের ব্যাপারে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে । তবে সেই ঝামেলাটা ঠিক করে নিন । যারা লেখাপড়া করেন তাদের জন্য দিনটি ভালোই যাবে । ব্যবসায় লসের পরিমানটা একটু বাড়তে পারে । রাস্তাঘাটে একটু সাবধানে চলুন । বিপদের সম্ভাবনাও রয়েছে ।
No comments:
Post a Comment