Monday, August 20, 2018

সপ্তাহের কোন দিনগুলোতে চুল-দাড়ি ভুলেও কাটা উচিত নয়? এর ফল কি কি হতে পারে?



হিন্দু ধর্মের নানা শাস্ত্রে এবং নিত্যকর্ম পদ্ধতিতে চুল বা দাড়ি কাটাকে খৌরকর্ম নাম অবিহিত করা হয়েছে, এবং সেখানে নির্দেশ দেয়া আছে যে সপ্তাহের যেকোনো দিন চুল বা দাড়ি কাটা একেবারেই উচিত নয়, এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং সেই ক্ষতি গুলো কি কি তার নির্দেশ পাওয়া যায় নানা শাস্ত্রে | তাই বার দেখে চুল বা নখ কাটা উচিত | আপনারা শুনে থাকবেন হয় তো যে, কোনো শুভ কাজের দিনে চুল বা নখ কাটা উচিত নয় আবার সূর্যাস্তের পর চুল বা নখ কাটলে কোনো ভয়াবহ বিপদ আসতে পারে আবার শনি বা মঙ্গলবার যদি নখ বা চুল কাটা হয় তো নানা ক্ষতির সম্মুখীন হতে হয় | জ্যোতিষ শাস্ত্রেও বার ও তিথি দেখে চুল বা দাড়ি কাটার বিধান রয়েছে, তাই সপ্তাহের কোন দিন চুল-দাড়ি কাটবেন আর কোন দিন কাটবেন না সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ধরণের আরো অনেক ভিডিও পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনএও ক্লিক করে দিন যাতে করে যখনি এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি আপনার মোবাইল এ পেতে পারেন |
হিন্দু ধর্মের প্রতিটি দিন আলাদা আলাদা দেব-দেবীর জন্য, প্রতিটি বারের আলাদা মাহাত্ম রয়েছে আর তাই নিজের মঙ্গলের জন্য দিন-ক্ষণ দেখে চুল-দাড়ি কাটা উচিত | আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক:

সোমবার: হিন্দু ধর্মে সোমবার হলো চন্দ্র দেবের দিন তাই এই দিন চুল বা দাড়ি কাটলে মানসিক অশান্তি বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায় | শুধু তাই নয় এই দিন শিশুরা যদি চুল কাটে তাহলে তাদের শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও থেকে যায় | তাই এই দিনটিতে চুল বা দাড়ি না কাটাই ভালো |

মঙ্গলবার: এই দিনটিতে দাড়ি-গোঁফ কামানো বেজায় অশুভ তাছাড়া নখ ও কাটবেন না এই দিন একেবারেই | পৃথিবীর সকল প্রাণীর ওপর মঙ্গল গ্রহের আধিক্য থাকেই তাই এই দিনটিতে চুল-দাড়ি বা নখ কাটা বেজায় অশুভ এবং এমনটা করলে নানা ক্ষতির সম্মুখীন হতে পারেন |

বুধবার: এই দিনটিতে চুল দাড়ি বা নখ কাটতে পারেন শুধু তাই নয় এই দিন যদি চুল দাড়ি নখ কেটে ভালো করে স্নান সেরে মা লক্ষীর পুজো করতে পারেন তাহলে অর্থনৈতিক দিক থেকে এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেড়ে যায় সাথে গৃহস্থে সুখের ছায়া নেমে আসে |

বৃহস্পতিবার: বৃহস্পতিবার দিন হলো ভগবান বিষ্ণুর দিন তাই এই দিন চুল-দাড়ি বা নখ কাটলে মা লক্ষীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন তাই ভুলেও এই দিন চুল দাড়ি বা নখ কাটবেন না | এমনটা করলে অর্থনৈতিক ক্ষতির সাথে সাথে বাড়ির সুখ শান্তিও বিঘ্নিত হতে পারে | তাই এই দিনে চুল দাড়ি নখ না কাটাই ভালো |

শুক্রবার: সপ্তাহের এই দিনটি শুক্র গ্রহের দিন আর শুক্র গ্রহ শাস্ত্রমতে সৌন্দর্যের বাহক তাই এই দিনে নিজেকে সুন্দর করে সাজাতে কোনো বাধা নেই তাই এই দিনটিতে খুশি মনে চুল-দাড়ি বা নখ কাটতেই পারেন |

শনিবার: সপ্তাহের এই দিন গ্রহরাজ শনি দেবের পুজো করা হয় তাইতো সপ্তাহের এই দিন চুল দাড়ি বা নখ কাটা বেজায় অশুভ বলে বিবেচনা করা হয়ে থাকে | আর শনিদেবের কোপ দৃষ্টি কারো উপর পড়লে জীবন দুর্বিসহ হয়ে পড়তে সময় লাগে না তাছাড়া এমন করলে হটাৎ করে এক্সিডেন্ট হবার সম্ভাবনাও বেড়ে যায় | 

রবিবার: রবিবার ছুটির দিন তাই এই দিনে অনেক সময় পাওয়া যায় কিন্তু এই দিনটি ভগবান সূর্যদেবের আরাধনার দিন তাইতো এই দিন চুল দাড়ি নখ একেবারেই কাটা উচিত নয় | এমনটা করলে ধর্ম সম্পত্তি ও মানসিক স্তিথির উপর খারাপ প্রভাব পড়ে সাথে শরীরের তেজ কমে যেতে থাকে এবং সামাজিক প্রতিপত্তিও বিঘ্নিত হতে পারে |

নিত্যকর্ম পদ্ধতি মেনে চুল দাড়ি কাটলে বা জীবন যাপন করলে দেখবেন অচিরেই সুখে ভরে উঠবে জীবন আর আর্থিক উন্নতি নেমে আসবে আপনার জীবনেও | যদি আপনি নিত্যকর্ম পদ্ধতি পড়তে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য নিত্যকর্ম পদ্ধতির অনলাইন বই নিয়ে আসব | ভিডিওটি কেমন লেগেছে তা ভিডিওর নিচে কমেন্ট করে অবসসই জানাবেন , ভালো লাগলে লাইক করার সাথে সাথে শেয়ার ও সাবস্ক্রাইব ও করুন | বেল আইকন এই ক্লিক করতে ভুলে যাবেন না আর সোশ্যাল মিডিয়াতেও আপনি জ্ঞান সংস্কার চ্যানেলটিকে ফলো করতে পারেন | আমাদের ওয়েবসাইটএ পেয়ে যাবেন আরো অনেক অজানা তথ্য |

আজকের মতো এতটাই আবার হাজির হবো এক নতুন ভিডিও ও কিছু নতুন জ্ঞান নিয়ে, ধন্যবাদ |
আপনার দিনটি শুভ হোক |

No comments:

Post a Comment