Tuesday, August 21, 2018

দৈনিক রাশিফল (২২/০৮/২০১৮) #GyanSanskar


আজকের রাশিফল (২/০৮/২০১৮)



  •  মেষ রাশি :-  আজকের দিনটি আপনার মধ্যম পর্যায়ে থাকবে | আজ আপনি শারীরিক দিক থেকে নানা সমস্যায় ভুগতে পারেন | ব্যবসাক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য ভালোই যাবে | তবে কর্মস্থলে আজ আপনার বিশ্বস্ত কেউ আপনাকে বিপদে ফেলতে পারেন | প্রেমের দিকে আজকের দিনটি আপনার জন্য শুভ তবে একটু সতর্ক থাকা মঙ্গলদায়ক | আর লেখাপড়ার দিকে আজ আপনার পরীক্ষার ফল ভাল হতে পারে | আজ আপনি কোনো সংবাদে খুশি হতে পারেন |

  • বৃষ/বৃষভ রাশি :-  আজকের দিনের বেশিরভাগ সময় আপনার জন্য ভালোই কাটবে | আজ আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন | বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুবই শুভ ফলদায়ক | রোমান্টিক দিকে আজ একটু কম মনোযোগী হওয়া আপনার জন্য ভাল হবে | কিশোর / কিশোরীদের  জন্য সময়টা অনুকূল নাও হতে পারে | মায়েদের তার সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে |

  • মিথুন রাশি :-  আজকের দিনে লোভের বশে পরে কোনো কাজ না করাই আপনার জন্য ভাল হবে | পেশাজীবী,আইনজীবী এবং চিকিৎসকদের জন্য দিনটি খুবই ভাল | কিন্তু বিদ্ধ্যার্থীদের জন্য সময়টা অনুকূল নাও হতে পারে | প্রেমের দিকে আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ ফলদায়ক | আজ আপনার আর্থিক সমস্যাও কিছুটা কমে যেতে পারে | তবে শারীরিক দিক থেকে আজ আপনার দিনটি ভাল নাও যেতে পারে |

  • কর্কট রাশি :-  প্রত্যাশাপূরণ বাধাগ্রস্থ হতে পারে | মাতৃস্বাস্থ ভাল নাও যেতে পারে | বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন | তবে ব্যবসাক্ষেত্রে আজ আপনি আলোর মুখ দর্শন করতে পারেন | লেখাপড়ার জন্য আজকের দিনটি মধ্যম পর্যায়ে থাকবে | পরিবারের ছোট ভাই বোনদের  সঙ্গে আনন্দে দিন কাটাতে পারেন | শারীরিক অসুস্থতা আপনার বাড়তে পারে |

  • সিংহ রাশি :-  মহিলা শিল্পীদের জন্য দিনটি খুবই শুভ | সুনাম ও সাফল্য পাবেন আজ | কাজকর্মে আজ আপনি সফলতা পেতে পারেন | দীর্ঘদিনের কোনো মনোস্কামনা পূরণ হতে পারে | পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে | তবে প্রেমের দিক থেকে আজকের দিনটি ভাল নাও যেতে পারে |

  • কন্যা রাশি :-  পরিকল্পনা মতো কাজ হতে পারে | বিদ্যার্থীদের জন্য সময়টা অনুকূল নয় | দুশ্চিন্তা বাড়তে পারে | প্রেমের দিকে একটু সমস্যাও বাড়তে পারে | শত্রুদের থেকে দূরে থাকুন | কর্মক্ষেত্রে আজকের দিনটি শুভ | যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে | রাজনৈতিকদের জন্য ভালো সময় নাও হতে পারে |

  • তুলা রাশি :-  বিদ্যার্থীদের জন্য সময়টা অনুকূল হবে | ব্যবসাক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন | দাম্পত্য এবং পারিবারিক কলহের সম্ভাবনা রয়েছে | তবে নিঃসন্তানদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে | লেখাপড়ার দিকে মনোযোগ দিন | বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা  রয়েছে |

  • বৃশ্চিক রাশি :-  কর্মক্ষেত্রে উদ্যোগের মধ্যেও সামান্য আর্থিক ক্ষতি হতে পারে | পারিবারিক কলহে জড়াতে পারেন এবং কারোর জন্য আপনার বিরক্ত হতে পারে | আজ আপনি হঠাৎ কোনো সমস্যায় জড়াতে পারেন | ব্যয় বাড়তে পারে | ব্যবসায় অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে | পড়াশোনার দিকে আপনার চিন্তা বাড়তে পারে |

  • ধনু রাশি :-  শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে | প্রেমের দিক থেকে নানা সমস্যা সৃষ্টি হতে পারে | আজকের দিনটি আপনার পক্ষে শুভ নাও হতে পারে | চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয় | বেকারদের নতুন চাকরির সম্ভাবনা রয়েছে | কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে | পরিবারে সমস্যা হতে পারে | স্বাস্থ্যের দিকে নজর দিন | লেখাপড়ার চাপ বাড়তে পারে |

  • মকর রাশি  :-  পারিবারিক শান্তি বজায় থাকবে | ভালো কোনো খুশির সংবাদ পেতে পারেন | আজকের দিনটি আপনার ঝামেলা পূর্ণও হতে পারে | শত্রূ ও প্রতিপক্ষের ফাঁদে পড়তে পারেন | তবে দাম্পত্য সুখ বজায় থাকবে | লেখাপড়ার দিকে চিন্তা বাড়লেও দিনের শেষে চিন্তামুক্ত হতে পারে | প্রেমের দিকে একটু সমস্যা হতে পারে |

  • কুম্ব রাশি :-  মানসিক অবসাদে ভুগতে পারেন | বিদ্যার্থীদের পড়াশোনায় বিগ্ন ঘটতে পারে | তোড়ে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে | বন্ধুদের উপকার পেতে পারেন |ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে | প্রেমের জন্য আনন্দ পেতে পারেন | নিজের বুদ্ধি দ্বারা সম্যসা থেকে রেহাই পাবেন | 

  • মীন রাশি :-  আজকের দিনটি ব্যবসায়ী দের ভালো নাও যেতে পারে | দাম্পত্য সম্পর্ক ভালো কাটবে | ব্যয় বৃদ্ধি হতে পারে | প্রেমের দিক থেকে আজকের দিনটি শুভ ফলদায়ক | আজ আপনার শারীরিক সমস্যা হতে পারে | সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে | কাজের দিকে একটু সতর্ক থাকুন |


No comments:

Post a Comment