Monday, August 20, 2018

দৈনিক রাশিফল (২১/০৮/২০১৮) #GyanSanskar


আজকের রাশিফল (২১/০৮/২০১৮)



  • মেষ:- আজ শরীর অসুস্থ হতে পারে এবং শত্রুদের থেকে সতর্ক থাকা প্রয়োজন | আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবে অর্থাৎ দাম্পত্য জীবন আজ সুখের | ব্যবসা বাণিজ্যের দিক ভালো যাবে, লাভের সম্ভাবনা প্রবল | আজ বাড়ির কেও কটুকথা বললেও এড়িয়ে চলা দরকার | আজ প্রবাসী কোনো আত্মীয়র সাথে দেখা হয়ে যেতে পারে |

  • বৃষভ/ বৃষ:- প্রেমযোগ শুভ তবে অনলাইন প্রেম থেকে সাবধান থাকুন | ব্যাবসায়িক দিক ভালো যাবে, যৌথ বা অংশীদারি ব্যাবসায়ী সুফল পেতে পারেন | ঘনিষ্ট কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন এবং বিবাদ এড়িয়ে চলা দরকার | শত্রুরা আজ প্রবল রূপ নিতে পারে এবং সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে |

  • মিথুন:- কর্মপরিবেশে অনুকূল পরিস্থিতির সম্ভাবনা রয়েছে, সহকর্মীদের সহযোগিতা কামনা করাই যায় | আজ শরীর ভালো নাও যেতে পারে এবং নিজের দায় দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুন | বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ এবং রোমানস্ ও বিনোদনের দিক থেকেও দিনটি শুভ বলা চলে |

  • কর্কট:- আজ ধর্ম কর্মের দিকে আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে | প্রিয় মানুষের সান্নিদ্ধ আজ আনন্দ নিয়ে আসবে | সৃজনশীল কাজের প্রতি আগ্রহ দেখা দেবে আজ, শিল্প-সাহিত্যের প্রতিও আগ্রহ দেখা দিতে পারে আজ | মায়ের স্বাস্থ আজ ভালো যাবে |

  • সিংহ:- আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন | পারিবারিক পরিবেশ আজ ভালো থাকার সম্ভাবনা রয়েছে | অসুস্থ মায়ের স্বাস্থ্যে আজ উন্নতি দেখা দিতে পারে এবং মন ভালো থাকবে | বন্ধু বান্ধবের সান্নিদ্ধ আজ আনন্দদায়ক | কাজকর্মে উৎসাহ পাবেন ও মনোবল অক্ষুন্ন থাকবে |

  • কন্যা:- কাজকর্মে উৎসাহ বোধ করবেন এবং মনোবল আজ অসাধারণ পরিমান বৃদ্ধি পাবে |  ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূত হতে পারে এবং আজ যেকোনো পরিস্তিথির মোকাবিলা করতে পারবেন | প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে উঠতে পারে এবং আর্থিক দিক ভালো যাবে |

  • তুলা:- সামগ্রিক ভাবে দিনটি শুভ | প্রতিস্তুতি রক্ষা করতে পারবেন এবং আর্থিক দিক আজ ভালোই যাবে, কোনো সূত্র থেকে টাকা পেতে পারেন | কারো কাছে পাওনা টাকা আদায়ের তাগিদ দিতে পারেন, অর্থলাভের সম্ভাবনা রয়েছে |

  • বৃশ্চিক:- দাম্পত্ত্ব সম্পর্ক আজ ভালো যাবে | ব্যাবসায়ী উন্নতির সম্ভাবনা রয়েছে | নিজের ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন | বিনয়ী আচরণ দিয়ে আজ অন্যকে সহজেই মুগ্ধ করতে পারেন আজ | আজ ব্যায়এর সম্ভাবনা প্রবল এবং ভ্রমণ শুভ আজ | আজ বৃষ্টিতে একেবারে ভিজবেন না, ঠান্ডা সহজে লেগে যেতে পারে আজ |

  • ধনু:- বোঝা-বুঝিতে আজ সমস্যা দেখা দিতে পারে | কারোর সম্বন্ধে আজ মত পোষণ নিন্দনীয় হতে পারে | গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে এবং শরীর আজ অসুস্থ হয়ে পড়তে পারে | ভ্রমণের সুযোগ হতে পারে আজ | বন্ধুদের সাহায্য পেতে পারেন এবং সাংগঠনিক কাজে আজ সুফল মিলতে পারে |

  • মকর:- প্রত্যাশা পূরণ হতে পারে | দাদা বা দিদি বা বোনের সাথে আজ সম্পর্ক ভালো যাবে | পেশাগত কারণে কারো সাথে কোনো চুক্তি বা সমঝোতা হতে পারে | বন্ধুদের সহযোগিতা পেতে পারেন এবং আজ পিতৃস্বাস্থ ভালোই যাবে | যাত্রা ও যোগাযোগ শুভ |

  • কুম্ভ:- সামাজিক কাজে যোগদান আজ শুভ ফল দেবে, মর্যাদা বৃদ্ধি পেতে পারে | পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে | কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পেতে পারেন | ভ্রমণ যোগ প্রবল | ধর্মে আস্থা বৃদ্ধি পেতে পারে |

  • মীন:- শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ | উচ্চশিক্ষার জন্য বিদেশগমনের সম্ভাবনা প্রবল | পেশাগত পরিবেশ অনুকূল | ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা আজ ফলপ্রসূত হতে পারে এবং আজ তীর্থ যাত্রার সুযোগ হতে পারে |

No comments:

Post a Comment