Sunday, November 4, 2018

তিনটি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দিরের কথা

আজ আমি আপনাদের এমন তিনটি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দিরের কথা বলবো যেখানে গেলে পূর্ণ হয় ভক্তের সকল মনোবাসনা, সামনেই কালীপুজো, কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে ধুমধাম করে অনুষ্ঠিত হবে কালীপুজো । আপনিও হয়তো এই দিন ঠাকুর দেখতে বেরোবেন কারণ কালীপুজো মানেই আমাদের কাছে আলোর পুজো । এই দিন মনের কালিমা মুছে সকল মানুষ জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে মেতে ওঠে আনন্দ উৎসবে । কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গে কালী পুজোর ইতিহাস বহু প্রাচীন । প্রাচীন কাল থেকে বাংলার মানুষ বিশ্বাস করতেন শাক্ত ধর্ম । বাংলার নানা জমিদার থেকে শুরু করে, ডাকাতরাও করতো মায়ের আরাধনা । দেবীর কৃপা পাবার উদ্দেশে সকলেই ঘটে করে আয়োজন করতেন কালীপুজোর । তাইতো বাংলার নানা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ কালী মন্দির, আর এই মন্দির গুলোকে ঘিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী । আজকে আপনাদের সেই সব কালী মন্দিরের কথা বলবো যেখানে গেলে পূর্ণ হবে আপনাদের সকল মনোবাসনা তাই বাংলা বিখ্যাত এবং জাগ্রত সব কালী মন্দিরের বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এমনি সব ভিডিও পেতে এখুনি হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকন ও ক্লিক করুন যাতে করে এই চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেতে পারেন । আমাদের সহযোগী চ্যানেল জ্ঞান সংস্কারকেও সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন । তাহলে চলুন জেনে নেয়া যাক বাংলার খ্যাতনামা সব কালীমন্দিরের সম্পর্কে ।
কালীঘাট কালীমন্দির : এই মন্দিরটি পচিমবঙ্গের প্রাচীন কালী মন্দিরের মধ্যে অন্যতম । মন্দিরটি প্রায় ২০০ বছরের বেশি পুরোনো, মঙ্গলকাব্যেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় । প্রাচীনতম এই মন্দিরটি নাকি ৫১ সতীপীঠের মধ্যে একটি যেখানে স্থাপিত আছে মায়ের মুখ খণ্ডটি । এখানে মা দক্ষিনা কালী রূপে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন । এই সতীপীঠের পীঠদেবী দক্ষিণাকালী এবং পীঠরক্ষক ভৈরব হলেন দেবতা নকুলেশ্বর, এখানকার কালী প্রতিমা কষ্টিপাথর দিয়ে নির্মিত । প্রাচীনকালথেকে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে চলেছে এই কালীধামে তাদের মনোবাসনা নিয়ে । রাজা হোক কি ফকির দেবী কাওকেই খালি হাতে ফেরান না । তাই আশীর্বাদ যদি পেতে চান এবং চান যে দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তাহলে কালীঘাটে গিয়ে মা কালির পুজো দিন, কারণ দেবীর মাহাত্ম এখনো সমান ভাবে প্রচলিত । লোকমুখে শোনা যায় যে যেকোনো পাপ নাকি কালীঘাট এ কালী মায়ের আশীর্বাদে খণ্ডন হয়ে যায় ।
তারাপীঠের মন্দির: তারাপীঠের দেবীর জাগ্রত হওয়ার কাহিনী তো বহুল প্রচলিত । বহু দূর থেকে মানুষজন এখানে দেবীর চরণে পুজো করতে ও মানত করতে আসেন । হিন্দুদের পবিত্র ৫১ সতী পিঠের মধ্যে তারাপীঠ অন্যতম, এখানে দেবীর চোখের মনি পড়েছিল । বীরভূম জেলার এই স্থানে দেবী মা তারা রূপে পূজিত হন । শোনা যায় আপনি আপনার জীবনের যেকোনো সমস্যা নিয়ে এখানে আসুন না কেনো ফল পাওয়া যায় । আপনার জীবনেও যদি কোনো সমস্যা রয়েছে তাহলে চলে আসুন এই সতীপীঠে, ভক্তিভরে মায়ের পুজো দিন আর নিজের সমস্যার কথা মায়ের সামনে নিশ্চল মনে তুলে ধরুন, ফল পাবেন এই খালিহাতে ফিরবেন না । 
দক্ষিণেশ্বরের কালী মন্দির: শুধু কলকাতা কেনো গোটা পশ্চিমবঙ্গের কালী ভক্তদের পছন্দের তীর্থস্থান এই কালী মন্দির । স্বয়ং শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে মায়ের পুজো করতেন, মা কালী নাকি তাকে দেখাও দিয়েছিলেন । তাহলে বুঝতেই পারছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মাহাত্ম তাই যদি নিজের মনোবাসনা পূরণ করতে চান তাহলে চলে আসুন মায়ের মন্দিরে আর ভক্তিভরে পূজো দিন, মা পূর্ণ করে দেবেন আপনার সকল মনোবাসনা, খালি হাতে কখনোই ফেরাবেন না । তো ভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহাকে ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন । যদি এই তীর্থস্থানগুলি এই কালীপূজোতে ঘুরতে যেতে চান কিন্তু ট্রাভেল এজেন্সির বিশাল অংকের টাকার জন্য বুকিং নিতে পারছেন না তাহলে খুব কম টাকায় বুক করে নিতে পারেন বজরঙ্গি ট্রাভেলস এর কোনো এক গাড়ি । আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি হাজির হবো নতুন এক ভিডিওর সাথে । ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।

জানুন ধনতেরসের দিন কেনা একটিমাত্র ঝাড়ু কিভাবে বদলে দিতে পারে আপনার ভাগ্য | #dhonteros

আজ ধনতেরস, আজ আমি আপনাদের বলবো যে যদি ধনতেরসের দিন কেনা একটিমাত্র ঝাড়ু কিভাবে বদলে দিতে পারে আপনার ভাগ্য । প্রতিবছর দীপাবলির দুদিন আগে থেকে শুরু হয় ধনতেরস, মনে করা হয় যে এই দিনটি নাকি বছরের শুভ দিন গুলির মধ্যে অন্যতম ।  এই দিন যদি সঠিক সময়ের মধ্যে একটি ঝাড়ু কিনে আপনার বাড়িতে আনতে পারেন তাহলে বদলে যেতে পারে আপনার ভাগ্য, তাই ভাগ্য পরিবর্তনের জন্য ধনতেরসের দিন কি কি কেনা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই ধরণের আরো ভিডিও পেতে এখুনি আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেনিন ।  সাথে আমাদের অন্যএকটি চ্যানেল জ্ঞান সংস্কার কেও সাবস্ক্রাইব করে রাখুন নানা রহস্যময় তথ্য জানতে । তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক ।
এমনটা মনে করা হয় ধনতেরসের দিন যদি সোনা বা রুপো কেনা যায় তাহলে সৌভাগ্য সারা বছরের সঙ্গী হয়ে ওঠে তাই আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে কিনে ফেলুন সোনা বা রুপোর কয়েন বা গহনা, অথবা কিনে নিতে পারেন রুপো বা পিতলের বাসনপত্রও, তবে ধনতেরসের উপলক্ষে কিনে আনা বাসনপত্র অবশ্যই ঘরের পূর্বদিকে রাখবেন । তাছাড়া যদি আপনি কোনো বৈদ্যুতিক সরঞ্জাম কেনার কথা ভাবছেন যেমন - ফ্রিজ, টিভি, কম্পিউটার বা মোবাইল তাহলে তা ধনতেরসের দিনেই কিনে ফেলুন । তাছাড়া যদি আপনি পেশা অনুসারে আপনার কোনো সরঞ্জাম কিনতে চান তাহলে তা ধনতেরসের দিন কিনলে কর্মক্ষেত্রে নিয়ে আসবে সৌভাগ্যের বার্তা, যেমন যদি আপনি লেখক হন তাহলে কিনতে পারেন কলম আর আর্টিস্ট হলে কিনে নিতে পারেন রং বা তুলির মতো নানা আকার সরঞ্জাম । ধনতেরসের দিন ঝাঁটা বা ঝাড়ু কেনা খুব শুভ, কারণ মনে করা হয়ে থাকে ধনতেরসের দিন বাড়িতে নতুন ঝাঁটা কিনে আনলে দুঃখ দারিদ্র সব ঝাঁটা দিয়ে দূর করে দেয়া যায় এবং প্রচুর পরিমান ধনসম্পদ লাভের সম্ভাবনা বেড়ে যায় । হিন্দু ধর্ম মতে সমুদ্রমন্থনের সময় ক্ষিরসাগর থেকে উঠে এসেছিলেন মা লক্ষী, তারই ধনত্রেওদোশির রূপটি পালিত হয়ে আসছে এই ধনতেরস রূপে তাই এই দিন ঘরে মা লক্ষীর স্বরূপ ধন বা মা লক্ষীর প্রিয় জিনিস ঘরে আনলে ঘর ভোরে ওঠে সুখ ও সমৃদ্ধিতে । হিন্দু দেবীদের মধ্যে মা লক্ষীর সূচিত খুব প্রিয় তাই এই দিনগুলিতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্চনীয় । ভিডিওটি কেমন লেগেছে তা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করার সাথে সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না । সাথে আমাদের সহযোগী চ্যানেল জ্ঞান সংস্কারকেও সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন । ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক 

Sunday, September 30, 2018

স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় ??

আমরা সবাই স্বপ্ন দেখে থাকি । সেই স্বপ্ন নানারকমের হতে পারে । কেউ ডাক্তার , ইঞ্জিনিয়ার হবার বা অনেকে শিক্ষক শিক্ষিকা হবার স্বপ্ন দেখে থাকে । কিন্তু আমি আপনাদের যে স্বপ্নের কথা বলব সেটা একটু আলাদা আর সেটা হলো রাতে ঘুমন্ত অবস্থায় আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন । সেই স্বপ্ন অনেকরকমের হতে পারে যেমন ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন, টাকা পয়সার স্বপ্ন, বিয়ের স্বপ্ন এবং আরো অনেক কিছু রয়েছে । স্বপ্নে যদি কেউ টাকা পয়সা দেখে তবে তার ফল কি হতে পারে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটি  শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন , আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন যতটা সম্ভব আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও গুলো সবার প্রথমে আপনি পেয়ে যেতে পারেন । তো চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় ।

স্বপ্নে যদি কেউ অন্য কারোর কাছ থেকে টাকা নিতে দেখে অর্থাৎ ঋণী হতে দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টা লোকের কাছে প্রিয় হয়ে উঠতে পারে , সবাই তার সাথে ভালো ব্যবহার করবে , কোনো কাজে তাকে সবাই সাহায্য করবে ।

স্বপ্নে যদি কেউ কোনো অপরিচিত ব্যক্তিকে টাকা দান করতে দেখে তার মানে হলো সেই ব্যক্তির কোনো পাপ কর্মের জন্য প্রায়শ্চিত্ত করা ।

স্বপ্নে যদি কেউ কোনো পরিচিত ব্যক্তিকে টাকা দান করতে দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টা খুব শিগগিরই কোনো ভালো কাজ করতে পারে এবং তার জন্য সমাজে একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠতে পারে ।

স্বপ্নে যদি কেউ টাকা চুরি করতে দেখে তার মানে হলো তার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে । সংসারে খুব কষ্ট হতে পারে । তাই এরকম স্বপ্ন দেখলে একটু সাবধানে থাকা উচিত এবং টাকাপয়সা সামলে রাখা উচিত ।

স্বপ্নে যদি কেউ শুধু পয়সা দেখে তার মানে স্বপ্নদ্রষ্টার রোজগার করতে খুব কষ্ট হবে কিন্তু তিনি কোনো অসৎপথে পা ফেলবেন না, সৎপথে কষ্ট করে রোজগার করবেন ।

স্বপ্নে যদি কেউ শুধুমাত্র টাকা দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টার ব্যবসায় উন্নতি হবার লক্ষণ । কোনো ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে তার জীবনে ।

স্বপ্নে যদি কেউ কাউকে টাকা ধার দিতে দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টার কারোর সাথে ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে বা কারোর মনে মনে সমালোচনার পাত্র/পাত্রী হয়ে উঠার সম্ভাবনা ।

স্বপ্নে যদি কেউ টাকা গুনতে দেখে তার মানে হলো খুব তাড়াতাড়ি তার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে ।

স্বপ্নে যদি কেউ বেহিসাবি ভাবে টাকা নষ্ট করতে দেখে তার মানে হলো সেই ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে বা কোনো অত্যাচারী ব্যক্তির শিকার হতে পারে ।

স্বপ্নে যদি কেউ রাস্তায় বা অন্য কোথাও পরে থাকা টাকা কুড়িয়ে পেতে দেখে তার মানে হলো তিনি যদি কোনো সমস্যায় থাকেন তবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার লক্ষণ এবং জীবনে কোনো কিছুতে সফল হয়ে উঠার লক্ষণ রয়েছে । 

স্বপ্নে যদি কেউ টাকা পয়সা নিজ হাতে বানাতে দেখে তাহলে অসৎ লোক হবার লক্ষণ রয়েছে  ।

স্বপ্নে যদি কেউ টাকাপয়সা হিসেবে করে রাখতে দেখে তবে পরিবারের সবার কাছে তিনি প্রিয় হয়ে উঠতে পারেন , পরিবারে যদি কোনো ঝামেলা বা ঝগড়া জঞ্ঝাট থাকে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ ভাগ্য ভালো হবার লক্ষণ ।

স্বপ্নে যদি কেউ টাকা জমা করে রাখতে দেখে তার মানে হলো সেই ব্যক্তি কারোর কাছে থেকে কোনো ভালো উপহার পেতে পারেন ।

স্বপ্নে যদি কেউ জাল নোট বা নকল টাকা দেখে থাকেন তবে তার মানে হলো সেই ব্যক্তির ভুল কারোর সাথে বন্ধুত্ব হতে পারে বা উনার সাথে বাস্তবে কোনো ধোঁকাবাজি হবার নিদর্শন । তাই সাবধানে থাকা উচিত ।

স্বপ্নে যদি অন্য কাউকে টাকা পয়সা বানাতে দেখে তবে কোনো অসৎ সঙ্গে পড়ার লক্ষণ রয়েছে বা কোনো অসৎ কাজে ফেঁসে যাবার নিদর্শন ।

 স্বপ্নে যদি কেউ ছেড়া টাকা দেখে তার মানে খুব একটা শুভ নয় ,এরকম স্বপ্ন কোনো কিছু অমঙ্গল হবার নিদর্শন রয়েছে । এই ধরণের স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টা কারোর কাছে প্রতারিত হতে পারে ।  

Saturday, September 22, 2018

২০১৮ সালের শারদীয় দূর্গা পূজার সময়সূচী এবং মা কীভাবে আসবেন এবং কিসে যাবেন জেনে নিন

দূর্গাপূজো সকল বাঙ্গালীদের কাছে একটি সবচেয়ে বড়ো অপেক্ষার বিষয় । নতুন বছর বাড়িতে ক্যালেন্ডার আসার সাথে সাথেই আমরা প্রথমেই দুর্গাপূজার সময়সূচির দিকে একবার চোখ বুলিয়ে নি । নদির ধারের কাশফুলের সেই সুগন্ধ ,শিউলি ফুলের গন্ধ আমাদের সকলের মনকে মাতাল করে দেয় ।  দূর্গাপুজো আসার অপেক্ষাটাকে যেন আরো বাড়িয়ে দেয় মহালয়া । শাস্ত্রমতে মা দূর্গা প্রতিবছর কোনো না কোনো বাহনে করে আসেন আবার আলাদা বা সেই বাহনে করেই ফিরে যান । মা দূর্গার বাহনের প্রকৃতির উপর আমাদের জীবনের অনেক ভালো মন্দ জড়িয়ে আছে বলে মানা হয় | তাই এই বছর দুর্গাপূজার সময়সূচি ,মায়ের আসার ও যাবার বাহন সম্পর্কে জানতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন । ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সাথে যতটা সম্ভব শেয়ার করুন । আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান ।

২০১৮ সালের দুর্গাপূজার মহাপঞ্চমী পড়েছে  ১৪ ই অক্টোবর অর্থাৎ ১৭ই আশ্বিন । এই বছর দূর্গাদেবীর আগমন হচ্ছে ঘোটকে করে   অর্থাৎ ঘোড়ায় করে । ঘোড়ায় করে এলে বলা হয় ছত্রভঙ্গ হয় । শাস্ত্রমতে বলা হয় দূর্গাদেবীর ঘোড়ায় করে আসা খুব একটা ভালো লক্ষণ নয় । দুর্যোগের সম্ভাবনা রয়েছে । সকলের জীবনে কষ্ট আসতে পারে ।

এই বছর বাঙালির প্রচুর অপেক্ষার মহালয়া পড়েছে ৯ই অক্টোবর । ওইদিন থেকেই সকল বাঙালির কাউন্টডাউন শুরু হয়ে যাই । ভোরবেলা মহালয়া না শুনে বাঙালির মহালয়ার দিন কিছুতেই শুরু হয় না । এই বছর দুর্গাপূজা পড়েছে ১৪ই অক্টোবর থেকে ১৯সে অক্টোবর অর্থাৎ রবিবার থেকে শুক্রবার । ১৪ই অক্টোবর মহাপঞ্চমী , ১৫ই অক্টোবর মহাষষ্ঠী, ১৬ ই অক্টোবর মহাসপ্তমী, ১৭ই অক্টোবর মহাঅষ্টমী , ১৮ ই অক্টোবর মহানবমী , ১৯ ই অক্টোবর মহাদশমী ।

দশমীর দিন মা দুর্গার গমন হচ্ছে দোলায় করে । শাস্ত্রমতে দোলায় গমন করা মানে হলো নরকবাস । দোলায় গমন করা খুব একটা শুভ নয় বলে মানা হয় । এর ফলাফল একেবারেই ইতিবাচক নয় ।

তো viewers এই ছিল আমাদের আজকের ভিডিও । সকলকে আমার পক্ষ থেকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । খুব ভালো করে সবাই খুব আনন্দ করুন ।
আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন  আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ।
ধন্যবাদ ।


23-09

মেষ: সত্যি কথা বলার কারণে আপনার আজ সমস্যা হতে পারে, শত্রূ সংখ্যাও বাড়তে পারে । পারিবারিক দিক থেকেও সমস্যার সম্মুখীন হতে পারেন । আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন । স্ত্রীর শরীর আজ ভালো নাও থাকতে পারে । পরিবারের কোনো সদস্যের জন্য চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে । নইলে আজকের দিনটি আপনার ভালোই কাটবে, সকাল সকাল ব্যবসা বাণিজ্যের দিকে সুফল পেতে পারেন  । প্রেম ও রোমান্সের জন্য আজকের দিনটি আপনার ভালোই কাটবে । পাওনাদারের কাছে পাওনা টাকা পেতে পারেন । আজ মিথ্যে আত্মঅভিমান আপনার নিরাশার কারণ হয়ে দাঁড়াতে পারে ।

বৃষ: আজ বিতর্ক এড়িয়ে চলুন নইলে সমস্যায় পড়তে পারেন । দাম্পত্যের বিষয়ে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে । কোনো আত্মীয়র দ্বারা প্রতারিত হতে পারেন । ব্যবসায়ীদের জন্য দিনটি তেমন ভালো নয় । কাজকর্মে বাধা দেখা দিতে পারে, অপ্রত্যাশিত উটকো ঝামেলাতেও পড়তে পারেন । প্রেমের ক্ষেত্রে আজ সাবধানতা অবলম্বন করুন । 

Friday, September 21, 2018

একাদশীর দিনে কি কি করা উচিত নয় জেনে নিন । একাদশীর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ।

একাদশী একটি গুরুত্বপূর্ণ বিধি । কম বেশি আমরা সকলেই একাদশী পালন করে থাকি । যারা পাপ কাজ করে থাকে তারা একাদশী পালন  করলে অনেকটাই পাপ মুক্ত হয় । আবার যদি কারোর মাতাপিতা মৃত ,কোনো নিস্কর্মের কারণে যদি উনাদের নরকবাস হয় তাহলে উনাদের পুত্র যদি একাদশী পালন করে থাকে তবে নরকবাস থেকে স্বর্গবাস হতে পারে উনাদের । কিন্তু এই একাদশী পালন করার জন্য কিছু নিয়মাবলী থাকে । সেই নিয়মগুলো ঠিকভাবে মেনে চললে তবেই একাদশীর মূল উদ্দেশ্য সফল হয় । তবে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো একাদশীর দিন একেবারেই করা উচিত নয় ।  আর একাদশীর দিন কি কি করা উচিত নয় সেগুলো জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন । আর এরকম আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ।  তো চলুন জেনে নেওয়া যাক একাদশীর দিন কি কি করা একেবারেই উচিত নয় ।


একাদশীর দিন অন্ন গ্রহণ করা একেবারেই বারণ । আর কাউকে অন্ন খাওয়ানো আরও বড়ো পাপ ।  তাহলে নিজের যেমন নরকবাস হয় তেমনি যাকে অন্ন পরিবেশন করানো হয় তারও নরকবাস হয় । 

একাদশীর দিন যে পাঁচটি জিনিস একেবারেই খাওয়া উচিত নয় সেগুলো হলো ধান, গম, ডাল, জব এবং সরিষা । ধানজাতীয় খাবার যেমন চাল, ভাত, খিচুড়ি, সুজি, পোলাও ইত্যাদি । গমজাতীয় খাবার যেমন রুটি, পরোটা, লুচি ইত্যাদি ।ডালজাতীয় খাবার যেমন মুসুর ডাল, ছোলা, সিম, বরবটি জাতীয় খাদ্য ইত্যাদি । জব বা ভুট্টাজাতীয় খাদ্য যেমন সাতু, খই, রুটি ইত্যাদি । সরিষাজাতীয় খাদ্য যেমন সরিষা, সয়াবিন তেল ইত্যাদি । এই খাবার গুলো একাদশীর দিন একেবারেই নিষিদ্ধ । এই পাঁচটি জিনিস একেবারেই স্পর্শ করা উচিত নয় ওইদিন । তন্ত্রমতে একাদশীর দিন এগুলো গ্রহণ করলে নিয়ম ভঙ্গ হবার সাথে সাথে আপানার কোনো ক্ষতিও হতে পারে ।

একাদশীর দিন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন রক্তক্ষরণ না হয় কারণ রক্তক্ষরণ হলে একাদশীর নিয়ম ভঙ্গ হয় । তাই সবজি কাটার সময় বা রান্নাঘরে কোনো কাজে যেন রক্তক্ষরণ  না হয় । অনেকের দাঁত ব্রাশ করার সময় রক্ত ক্ষরণ হয় তাই সেদিন একটু সাবধানতা অবলম্বন করা উচিত । 

যারা মাদকদ্রব্ব্য বা সিগারেট খেয়ে থাকেন বা চা ,কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার খান তারা একাদশীর নিয়ম চলাকালীন সময়ে  এই জিনিসগুলো একেবারেই খাবেন না ।  তাহলে একাদশীর নিয়ম ভঙ্গ হবে ।

একাদশীর আগের দিন রাতে খাবার খাওয়ার পর ভালো করে দাঁত ব্রাশ করে ঘুমানো উচিত যেন আগের দিনের কোনো খাবার দাঁতে লেগে না থাকে । তাই একদম পরিষ্কার করে রাতে ঘুমানো উচিত । 

একাদশীর আগের দিন রাতে ১২ টার আগে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত । রাত ১২ টার পর কোনোধরনের শস্যজাতীয় খাবার খায়া উচিত নয় । 

একাদশীর দিন নিজের মনে মনে বা অন্য কারোর সাথে পরনিন্দা পরচর্চা করা একেবারেই উচিত নয় । ওইদিন স্ত্রী সহবাস করা একেবারেই উচিত নয় । মনযোগ সহকারে নিয়মাবলী পালন করা উচিত । 

একাদশীর দিন নানানরকমের কসমেটিক্স সামগ্রী যেমন পারফিউম , শ্যাম্পু, এগুলো একদম ব্যবহার করা উচিত নয় । শরীরে বা মাথায় সুগন্ধি তেল বা সাবান ব্যবহার করা বর্জনীয় । 

যে কোনো ধরণের খুরকর্ম যেমন নখ কাটা , চুল কাটা বা শেভ করা একেবারেই নিষিদ্ধ । এই ধরণের কাজ করলে আপনার জীবনে ক্ষতি হতে পারে । আবার রক্ত ক্ষরণ হতে পারে যেটা একাদশীর দিন একেবারেই হওয়া উচিত নয় ।

যারা একাদশীর দিন একাদশীর খাবার রান্না করেন তাদের একটু সতর্ক হতে হয় কারণ রান্নার সময় তারা যদি পাঁচমশলা ব্যবহার করে তবে সেখানে যেন সরিষা জাতীয় কোনো কিছু না থাকে সেদিকে খেয়াল রাখা খুবই দরকার । এই জিনিসগুলো একাদশীর ব্রতপালনের সময় বর্জনীয় । 

একাদশীর দিন সন্ধ্যাবেলা তুলসীগাছ থেকে পাতা ছেড়া নিষিদ্ধ । শাস্ত্রমতে মানা হয় একাদশীর দিন দেবী তুলসী ও একাদশী ব্রত পালন করেন । তাই পাতা ছিড়ে উনাকে বিরক্ত করা একেবারেই উচিত নয় । শুধুমাত্র তাই নয় , একাদশীর দিন এরকম কাজ করলে আপনার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসার সম্ভাবনা রয়েছে । তাই একাদশীর নিয়ম চলাকালীন এই কাজগুলো করা একেবারেই উচিত নয় । 
এই নিয়মগুলো মেনে চলুন তবে আপনার জীবনে সুখসমৃদ্ধি নেমে আসবে ।

তো viewers এই ছিল আমাদের আজকের ভিডিও ।  ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন , শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন । আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান । আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করবো ।

ধন্যবাদ 

Wednesday, September 5, 2018

স্বপ্নে ভগবান দেখা খারাপ না ভালো ? কি হয় ভগবানের স্বপ্ন দেখলে ?

আমরা সবাই স্বপ্ন দেখি । সেই স্বপ্ন অনেকধরণের হতে পারে । কেউ ডাক্তার হবার ,ইঞ্জিনিয়ার হবার বা অনেকে শিক্ষক হবার স্বপ্ন দেখে । কিন্তু আমি আজ যে স্বপ্নের কথা বলতে যাচ্ছি সেটা পুরোপুরি আলাদা আর সেটা হলো রাতে ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখি আমরা  সেই স্বপ্ন । তার মধ্যে খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন, ফলের স্বপ্ন , ঠাকুরের স্বপ্ন , ঘরবাড়ির স্বপ্ন , এবং আরো অনেক রকমের  স্বপ্ন দেখে থাকি আমরা। আজ আমি যে স্বপ্নের কথা বলতে চলেছি সেটা হলো আপনারা কি কেউ কোনোদিন ঠাকুরের স্বপ্ন দেখেছেন । ঠাকুরের স্বপ্ন দেখলে কি খারাপ নাকি ভালো হয় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন । আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন , শেয়ার করুন আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ।

আমরা সবাই জানি ভগবানের সঙ্গে আমাদের জীবনের ভালো মন্দ জড়িয়েই আছে । হিন্দু শাস্ত্রমতে ভগবানের স্বপ্ন দেখলে জীবনে কোনো না কোনো পরিবর্তন আসতে দেখা যায় । সেই পরিবর্তনগুলো খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে । ভগবানের স্বপ্ন দেখলে আপনারা একদমই ভয় পেয়ে যাবেন না ।

 শাস্ত্রমতে জানা যায় যে ভগবানের স্বপ্ন দেখার মানে হলো সামনে আসা কোনো বিপদ থেকে বেঁচে যাওয়ার ইঙ্গিত করা । নানা বাধাবিপত্তি থেকে কাটিয়ে উঠার সম্ভাবনা থাকে । তাই যদি কখনো আপনারা আপনাদের কোনো আরাধ্য দেবদেবীর স্বপ্ন দেখে থাকেন তবে মন শান্ত করে আরো বেশি করে তাকে ডাকুন দেখবেন আপনার জীবনে চলার পথ অনেকটাই আপনার অনুকূল হয়ে যাবে ।

যদি আপনি কখনো দেখেন যে আপনি ভগবানের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলছেন তবে মনে করবেন যে আপনার জীবনে কোনো ভালো কিছু ঘটতে চলেছে । আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তবে খুব শিগ্গ্রহই  আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ।

যদি আপনি দেখেন আপনি ভগবানের হাতে ধরে সামনে এগিয়ে যাচ্ছেন তবে মনে করবেন যে আপনি আপনার জীবনে একদন ঠিক পথ ধরেই চলছেন । আপনার সামনে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারবে না । খুব সহজে আপনি যে কোনো বাধাবিপত্তি এড়িয়ে যেতে পারেন । এই ধরণের স্বপ্ন দেখা আপনার পক্ষে খুবই শুভ |

আপনি ভগবানের সামনে দাঁড়িয়ে বা ভগবান আপনার দিকে তাকিয়ে আছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তবে বুজবেন যে এটা আপনাকে সাবধান করার ইঙ্গিত দিচ্ছে । এই ধরণের স্বপ্ন আপনি তখনি দেখবেন যদি আপনি কোনো ভুল কাজে পা দিতে যান বা যদি আপনি কিছু খারাপ কাজ করে থাকেন তবে । তাই ভগবান আপনাকে সাবধান করে দিচ্ছেন ।আপনার স্বপ্নে এসে উনি আপনাকে সাবধান করে দিতে চাইছেন । আপনি যদি কোনো পাপ কাজ করে থাকেন তবে এই ধরণের স্বপ্ন দেখতে পারেন । কিছু অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নিন  তাহলে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে আর আপনি অনেকটা শান্তি নিয়ে বাঁচতে পারবেন ।

যদি আপনি দেখেন ভগবান আপনার উপর রেগে রয়েছেন তাহলে বুজবেন যে আপনার পরিবারের লোক আপনার উপর খুব রেগে রয়েছেন । আমরা মা বাবাকে ভগবান বলে মানি তাই আপনাকে বুজতে হবে যে আপনার মা বা বাবা কোনো কারণে আপনার উপর খুব রেগে রয়েছেন আর ভগবান আপনার স্বপ্নে এসে সেটা আপনাকে বুজিয়ে দিতে চেয়েছেন । এই ব্যাপারে আপনার উচিত মা বাবার সাথে খুব ভালো করে কথা বলে তারা কেন রেগে রয়েছেন সেটা জানা এবং তার পর তাদের কথা শুনে তাদেরকে খুশি করা । তবে আপনার জীবনে আর কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না ।

যদি আপনি দেখেন ভগবান আপনার ঘরের বাইরে বা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন তবে মনে করবেন যে আপনি হয়তো কোনো ভুল কাজ বা কিছু পাপ কাজ করেছেন ।  এই ব্যাপারটা আপনাকে অবগত করে দেবার জন্যে ভগবান আপনার আড়ালে দাঁড়িয়ে আছেন । তখন আপনার উচিত ভালো করে ভেবে দেখা যে আপনি কিছুদিনের মদ্দে কোনো ভুল কাজ করেছেন কি না বা কোনো পাপ কাজে কারোর সাথে হাত মিলিয়েছেন কিনা । যদি এমন কিছু করে থাকেন তবে আপনাকে দেরি না করে খুব তাড়াতাড়ি সেই পাপ কাজ থেকে বেরিয়ে পড়তে হবে । আর আপনি যদি কারোর কোনো ক্ষতি করে থাকেন তবে তার পাশে গিয়ে দাঁড়ান তাকে সাহায্য করুন আর আপনি যত তাড়াতড়ি সম্ভব আপনার ভুল স্বীকার করুন এবং উনার কাছে ক্ষমা চেয়ে নিন ।  তাহলে হয়তো আপনার পাপের বোঝা অনেকটাই কমে যেতে পারে । হয়তো ভগবান আপনাকে ক্ষমাও করে দিতে পারে ।

ভগবান আপনাকে ভালোবাসছেন বা স্নেহ করছেন আপনি যদি এমন স্বপ্ন দেখেন তবে বুজবেন যে ভগবানের আশীর্বাদ আপনার উপর সর্বদাই রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনি কিছু বড় রকমের বিপদের সম্মুখীন ও হতে পারেন । তবে আপনি সহজেই সেই বিপদের হাত থেকে রক্ষা পাবেন কারণ ভগবান আপনার সংঘেই রয়েছেন  । ভগবান অনেকসময় আমাদের ধৈর্য্য পরীক্ষা করার জন্যও আমাদেরকে  বিপদের মুখোমুখি করেন । তাই কোনো রকমের টেনশন না করে এগিয়ে যান ভালোই হবে আপনার সাথে ।

যদি আপনি দেব দেবী দুজনকে একসাথে আপনার সামনে দেখেন তাহলে এই স্বপ্ন শুভ কিছু ইঙ্গিত দেয় । খুব শীঘ্র আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে । আপনি অনেক ধন সম্পত্তির অধিকার হবেন । সব জিনিসে উন্নতি হবে আপনার । খুব তাড়াতাড়ি কোনো ভালো খুব শুনতে পাবেন আপনি ।

যদি দেখেন ভগবান আপনাকে কোনোকিছু উপহার দিচ্ছেন তবে এই স্বপ্ন আপনার জীবনে দুটো প্রভাবের ইঙ্গিত দিচ্ছে । তার মধ্যে একটি হলো আপনার সাথে কিছু ভালো হতে পারে যেমন আপনি কোনো শুভ কাজে জড়াতে পারেন বা আপনি কোনো ভালো খবর পেতে পারেন । তবে আপনার জীবনে ক্ষতিও হতে পারে । কিন্তু তার জন্যে একদমই ভেঙে পড়বেন না কারণ যদি কোনো ক্ষতি হয় তাহলে মনে রাখবেন এই ক্ষতিটা অন্য কোনো ভালো হবার ইঙ্গিত দিচ্ছে । কোনো কিছু ভালো আপনার জীবনে ঘটবে বলেই এই ক্ষতিটা হবে । তাই নিজের উপর ভরসা রাখুন আপনি সফল হবেন ।

যদি স্বপ্নে আপনি ভগবানের নীল রঙের চোখ দেখে থাকেন  তবে মনে করবেন যে ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হচ্ছে । আপনার জীবনে কোনো বিপদ আসার কোনো চান্স নেই । আর যদি কোনো বিপদ আসে তবে খুব সহজে আপনি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন ।   

যদি আপনি শিবঠাকুরের সঙ্গে সাপ দেখে থাকেন তবে মনে করবেন আপনার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে  । আপনার জীবনে যদি কোনো সমস্যা বা কোনো ব্যাপারে দুশ্চিন্তা থাকে তবে খুব শীঘ্রই সেটা সমাধান হবে ।