Sunday, November 4, 2018

তিনটি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দিরের কথা

আজ আমি আপনাদের এমন তিনটি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দিরের কথা বলবো যেখানে গেলে পূর্ণ হয় ভক্তের সকল মনোবাসনা, সামনেই কালীপুজো, কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে ধুমধাম করে অনুষ্ঠিত হবে কালীপুজো । আপনিও হয়তো এই দিন ঠাকুর দেখতে বেরোবেন কারণ কালীপুজো মানেই আমাদের কাছে আলোর পুজো । এই দিন মনের কালিমা মুছে সকল মানুষ জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে মেতে ওঠে আনন্দ উৎসবে । কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গে কালী পুজোর ইতিহাস বহু প্রাচীন । প্রাচীন কাল থেকে বাংলার মানুষ বিশ্বাস করতেন শাক্ত ধর্ম । বাংলার নানা জমিদার থেকে শুরু করে, ডাকাতরাও করতো মায়ের আরাধনা । দেবীর কৃপা পাবার উদ্দেশে সকলেই ঘটে করে আয়োজন করতেন কালীপুজোর । তাইতো বাংলার নানা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ কালী মন্দির, আর এই মন্দির গুলোকে ঘিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী । আজকে আপনাদের সেই সব কালী মন্দিরের কথা বলবো যেখানে গেলে পূর্ণ হবে আপনাদের সকল মনোবাসনা তাই বাংলা বিখ্যাত এবং জাগ্রত সব কালী মন্দিরের বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এমনি সব ভিডিও পেতে এখুনি হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকন ও ক্লিক করুন যাতে করে এই চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেতে পারেন । আমাদের সহযোগী চ্যানেল জ্ঞান সংস্কারকেও সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন । তাহলে চলুন জেনে নেয়া যাক বাংলার খ্যাতনামা সব কালীমন্দিরের সম্পর্কে ।
কালীঘাট কালীমন্দির : এই মন্দিরটি পচিমবঙ্গের প্রাচীন কালী মন্দিরের মধ্যে অন্যতম । মন্দিরটি প্রায় ২০০ বছরের বেশি পুরোনো, মঙ্গলকাব্যেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় । প্রাচীনতম এই মন্দিরটি নাকি ৫১ সতীপীঠের মধ্যে একটি যেখানে স্থাপিত আছে মায়ের মুখ খণ্ডটি । এখানে মা দক্ষিনা কালী রূপে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন । এই সতীপীঠের পীঠদেবী দক্ষিণাকালী এবং পীঠরক্ষক ভৈরব হলেন দেবতা নকুলেশ্বর, এখানকার কালী প্রতিমা কষ্টিপাথর দিয়ে নির্মিত । প্রাচীনকালথেকে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে চলেছে এই কালীধামে তাদের মনোবাসনা নিয়ে । রাজা হোক কি ফকির দেবী কাওকেই খালি হাতে ফেরান না । তাই আশীর্বাদ যদি পেতে চান এবং চান যে দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তাহলে কালীঘাটে গিয়ে মা কালির পুজো দিন, কারণ দেবীর মাহাত্ম এখনো সমান ভাবে প্রচলিত । লোকমুখে শোনা যায় যে যেকোনো পাপ নাকি কালীঘাট এ কালী মায়ের আশীর্বাদে খণ্ডন হয়ে যায় ।
তারাপীঠের মন্দির: তারাপীঠের দেবীর জাগ্রত হওয়ার কাহিনী তো বহুল প্রচলিত । বহু দূর থেকে মানুষজন এখানে দেবীর চরণে পুজো করতে ও মানত করতে আসেন । হিন্দুদের পবিত্র ৫১ সতী পিঠের মধ্যে তারাপীঠ অন্যতম, এখানে দেবীর চোখের মনি পড়েছিল । বীরভূম জেলার এই স্থানে দেবী মা তারা রূপে পূজিত হন । শোনা যায় আপনি আপনার জীবনের যেকোনো সমস্যা নিয়ে এখানে আসুন না কেনো ফল পাওয়া যায় । আপনার জীবনেও যদি কোনো সমস্যা রয়েছে তাহলে চলে আসুন এই সতীপীঠে, ভক্তিভরে মায়ের পুজো দিন আর নিজের সমস্যার কথা মায়ের সামনে নিশ্চল মনে তুলে ধরুন, ফল পাবেন এই খালিহাতে ফিরবেন না । 
দক্ষিণেশ্বরের কালী মন্দির: শুধু কলকাতা কেনো গোটা পশ্চিমবঙ্গের কালী ভক্তদের পছন্দের তীর্থস্থান এই কালী মন্দির । স্বয়ং শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে মায়ের পুজো করতেন, মা কালী নাকি তাকে দেখাও দিয়েছিলেন । তাহলে বুঝতেই পারছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মাহাত্ম তাই যদি নিজের মনোবাসনা পূরণ করতে চান তাহলে চলে আসুন মায়ের মন্দিরে আর ভক্তিভরে পূজো দিন, মা পূর্ণ করে দেবেন আপনার সকল মনোবাসনা, খালি হাতে কখনোই ফেরাবেন না । তো ভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহাকে ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন । যদি এই তীর্থস্থানগুলি এই কালীপূজোতে ঘুরতে যেতে চান কিন্তু ট্রাভেল এজেন্সির বিশাল অংকের টাকার জন্য বুকিং নিতে পারছেন না তাহলে খুব কম টাকায় বুক করে নিতে পারেন বজরঙ্গি ট্রাভেলস এর কোনো এক গাড়ি । আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি হাজির হবো নতুন এক ভিডিওর সাথে । ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।

No comments:

Post a Comment