Friday, September 21, 2018

একাদশীর দিনে কি কি করা উচিত নয় জেনে নিন । একাদশীর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ।

একাদশী একটি গুরুত্বপূর্ণ বিধি । কম বেশি আমরা সকলেই একাদশী পালন করে থাকি । যারা পাপ কাজ করে থাকে তারা একাদশী পালন  করলে অনেকটাই পাপ মুক্ত হয় । আবার যদি কারোর মাতাপিতা মৃত ,কোনো নিস্কর্মের কারণে যদি উনাদের নরকবাস হয় তাহলে উনাদের পুত্র যদি একাদশী পালন করে থাকে তবে নরকবাস থেকে স্বর্গবাস হতে পারে উনাদের । কিন্তু এই একাদশী পালন করার জন্য কিছু নিয়মাবলী থাকে । সেই নিয়মগুলো ঠিকভাবে মেনে চললে তবেই একাদশীর মূল উদ্দেশ্য সফল হয় । তবে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো একাদশীর দিন একেবারেই করা উচিত নয় ।  আর একাদশীর দিন কি কি করা উচিত নয় সেগুলো জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন । আর এরকম আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ।  তো চলুন জেনে নেওয়া যাক একাদশীর দিন কি কি করা একেবারেই উচিত নয় ।


একাদশীর দিন অন্ন গ্রহণ করা একেবারেই বারণ । আর কাউকে অন্ন খাওয়ানো আরও বড়ো পাপ ।  তাহলে নিজের যেমন নরকবাস হয় তেমনি যাকে অন্ন পরিবেশন করানো হয় তারও নরকবাস হয় । 

একাদশীর দিন যে পাঁচটি জিনিস একেবারেই খাওয়া উচিত নয় সেগুলো হলো ধান, গম, ডাল, জব এবং সরিষা । ধানজাতীয় খাবার যেমন চাল, ভাত, খিচুড়ি, সুজি, পোলাও ইত্যাদি । গমজাতীয় খাবার যেমন রুটি, পরোটা, লুচি ইত্যাদি ।ডালজাতীয় খাবার যেমন মুসুর ডাল, ছোলা, সিম, বরবটি জাতীয় খাদ্য ইত্যাদি । জব বা ভুট্টাজাতীয় খাদ্য যেমন সাতু, খই, রুটি ইত্যাদি । সরিষাজাতীয় খাদ্য যেমন সরিষা, সয়াবিন তেল ইত্যাদি । এই খাবার গুলো একাদশীর দিন একেবারেই নিষিদ্ধ । এই পাঁচটি জিনিস একেবারেই স্পর্শ করা উচিত নয় ওইদিন । তন্ত্রমতে একাদশীর দিন এগুলো গ্রহণ করলে নিয়ম ভঙ্গ হবার সাথে সাথে আপানার কোনো ক্ষতিও হতে পারে ।

একাদশীর দিন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন রক্তক্ষরণ না হয় কারণ রক্তক্ষরণ হলে একাদশীর নিয়ম ভঙ্গ হয় । তাই সবজি কাটার সময় বা রান্নাঘরে কোনো কাজে যেন রক্তক্ষরণ  না হয় । অনেকের দাঁত ব্রাশ করার সময় রক্ত ক্ষরণ হয় তাই সেদিন একটু সাবধানতা অবলম্বন করা উচিত । 

যারা মাদকদ্রব্ব্য বা সিগারেট খেয়ে থাকেন বা চা ,কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার খান তারা একাদশীর নিয়ম চলাকালীন সময়ে  এই জিনিসগুলো একেবারেই খাবেন না ।  তাহলে একাদশীর নিয়ম ভঙ্গ হবে ।

একাদশীর আগের দিন রাতে খাবার খাওয়ার পর ভালো করে দাঁত ব্রাশ করে ঘুমানো উচিত যেন আগের দিনের কোনো খাবার দাঁতে লেগে না থাকে । তাই একদম পরিষ্কার করে রাতে ঘুমানো উচিত । 

একাদশীর আগের দিন রাতে ১২ টার আগে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত । রাত ১২ টার পর কোনোধরনের শস্যজাতীয় খাবার খায়া উচিত নয় । 

একাদশীর দিন নিজের মনে মনে বা অন্য কারোর সাথে পরনিন্দা পরচর্চা করা একেবারেই উচিত নয় । ওইদিন স্ত্রী সহবাস করা একেবারেই উচিত নয় । মনযোগ সহকারে নিয়মাবলী পালন করা উচিত । 

একাদশীর দিন নানানরকমের কসমেটিক্স সামগ্রী যেমন পারফিউম , শ্যাম্পু, এগুলো একদম ব্যবহার করা উচিত নয় । শরীরে বা মাথায় সুগন্ধি তেল বা সাবান ব্যবহার করা বর্জনীয় । 

যে কোনো ধরণের খুরকর্ম যেমন নখ কাটা , চুল কাটা বা শেভ করা একেবারেই নিষিদ্ধ । এই ধরণের কাজ করলে আপনার জীবনে ক্ষতি হতে পারে । আবার রক্ত ক্ষরণ হতে পারে যেটা একাদশীর দিন একেবারেই হওয়া উচিত নয় ।

যারা একাদশীর দিন একাদশীর খাবার রান্না করেন তাদের একটু সতর্ক হতে হয় কারণ রান্নার সময় তারা যদি পাঁচমশলা ব্যবহার করে তবে সেখানে যেন সরিষা জাতীয় কোনো কিছু না থাকে সেদিকে খেয়াল রাখা খুবই দরকার । এই জিনিসগুলো একাদশীর ব্রতপালনের সময় বর্জনীয় । 

একাদশীর দিন সন্ধ্যাবেলা তুলসীগাছ থেকে পাতা ছেড়া নিষিদ্ধ । শাস্ত্রমতে মানা হয় একাদশীর দিন দেবী তুলসী ও একাদশী ব্রত পালন করেন । তাই পাতা ছিড়ে উনাকে বিরক্ত করা একেবারেই উচিত নয় । শুধুমাত্র তাই নয় , একাদশীর দিন এরকম কাজ করলে আপনার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসার সম্ভাবনা রয়েছে । তাই একাদশীর নিয়ম চলাকালীন এই কাজগুলো করা একেবারেই উচিত নয় । 
এই নিয়মগুলো মেনে চলুন তবে আপনার জীবনে সুখসমৃদ্ধি নেমে আসবে ।

তো viewers এই ছিল আমাদের আজকের ভিডিও ।  ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন , শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন । আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান । আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করবো ।

ধন্যবাদ 

No comments:

Post a Comment