Saturday, September 22, 2018

২০১৮ সালের শারদীয় দূর্গা পূজার সময়সূচী এবং মা কীভাবে আসবেন এবং কিসে যাবেন জেনে নিন

দূর্গাপূজো সকল বাঙ্গালীদের কাছে একটি সবচেয়ে বড়ো অপেক্ষার বিষয় । নতুন বছর বাড়িতে ক্যালেন্ডার আসার সাথে সাথেই আমরা প্রথমেই দুর্গাপূজার সময়সূচির দিকে একবার চোখ বুলিয়ে নি । নদির ধারের কাশফুলের সেই সুগন্ধ ,শিউলি ফুলের গন্ধ আমাদের সকলের মনকে মাতাল করে দেয় ।  দূর্গাপুজো আসার অপেক্ষাটাকে যেন আরো বাড়িয়ে দেয় মহালয়া । শাস্ত্রমতে মা দূর্গা প্রতিবছর কোনো না কোনো বাহনে করে আসেন আবার আলাদা বা সেই বাহনে করেই ফিরে যান । মা দূর্গার বাহনের প্রকৃতির উপর আমাদের জীবনের অনেক ভালো মন্দ জড়িয়ে আছে বলে মানা হয় | তাই এই বছর দুর্গাপূজার সময়সূচি ,মায়ের আসার ও যাবার বাহন সম্পর্কে জানতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন । ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সাথে যতটা সম্ভব শেয়ার করুন । আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান ।

২০১৮ সালের দুর্গাপূজার মহাপঞ্চমী পড়েছে  ১৪ ই অক্টোবর অর্থাৎ ১৭ই আশ্বিন । এই বছর দূর্গাদেবীর আগমন হচ্ছে ঘোটকে করে   অর্থাৎ ঘোড়ায় করে । ঘোড়ায় করে এলে বলা হয় ছত্রভঙ্গ হয় । শাস্ত্রমতে বলা হয় দূর্গাদেবীর ঘোড়ায় করে আসা খুব একটা ভালো লক্ষণ নয় । দুর্যোগের সম্ভাবনা রয়েছে । সকলের জীবনে কষ্ট আসতে পারে ।

এই বছর বাঙালির প্রচুর অপেক্ষার মহালয়া পড়েছে ৯ই অক্টোবর । ওইদিন থেকেই সকল বাঙালির কাউন্টডাউন শুরু হয়ে যাই । ভোরবেলা মহালয়া না শুনে বাঙালির মহালয়ার দিন কিছুতেই শুরু হয় না । এই বছর দুর্গাপূজা পড়েছে ১৪ই অক্টোবর থেকে ১৯সে অক্টোবর অর্থাৎ রবিবার থেকে শুক্রবার । ১৪ই অক্টোবর মহাপঞ্চমী , ১৫ই অক্টোবর মহাষষ্ঠী, ১৬ ই অক্টোবর মহাসপ্তমী, ১৭ই অক্টোবর মহাঅষ্টমী , ১৮ ই অক্টোবর মহানবমী , ১৯ ই অক্টোবর মহাদশমী ।

দশমীর দিন মা দুর্গার গমন হচ্ছে দোলায় করে । শাস্ত্রমতে দোলায় গমন করা মানে হলো নরকবাস । দোলায় গমন করা খুব একটা শুভ নয় বলে মানা হয় । এর ফলাফল একেবারেই ইতিবাচক নয় ।

তো viewers এই ছিল আমাদের আজকের ভিডিও । সকলকে আমার পক্ষ থেকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । খুব ভালো করে সবাই খুব আনন্দ করুন ।
আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন  আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ।
ধন্যবাদ ।


No comments:

Post a Comment