Sunday, September 30, 2018

স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় ??

আমরা সবাই স্বপ্ন দেখে থাকি । সেই স্বপ্ন নানারকমের হতে পারে । কেউ ডাক্তার , ইঞ্জিনিয়ার হবার বা অনেকে শিক্ষক শিক্ষিকা হবার স্বপ্ন দেখে থাকে । কিন্তু আমি আপনাদের যে স্বপ্নের কথা বলব সেটা একটু আলাদা আর সেটা হলো রাতে ঘুমন্ত অবস্থায় আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন । সেই স্বপ্ন অনেকরকমের হতে পারে যেমন ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন, টাকা পয়সার স্বপ্ন, বিয়ের স্বপ্ন এবং আরো অনেক কিছু রয়েছে । স্বপ্নে যদি কেউ টাকা পয়সা দেখে তবে তার ফল কি হতে পারে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটি  শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন , আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন যতটা সম্ভব আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকন এ ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও গুলো সবার প্রথমে আপনি পেয়ে যেতে পারেন । তো চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় ।

স্বপ্নে যদি কেউ অন্য কারোর কাছ থেকে টাকা নিতে দেখে অর্থাৎ ঋণী হতে দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টা লোকের কাছে প্রিয় হয়ে উঠতে পারে , সবাই তার সাথে ভালো ব্যবহার করবে , কোনো কাজে তাকে সবাই সাহায্য করবে ।

স্বপ্নে যদি কেউ কোনো অপরিচিত ব্যক্তিকে টাকা দান করতে দেখে তার মানে হলো সেই ব্যক্তির কোনো পাপ কর্মের জন্য প্রায়শ্চিত্ত করা ।

স্বপ্নে যদি কেউ কোনো পরিচিত ব্যক্তিকে টাকা দান করতে দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টা খুব শিগগিরই কোনো ভালো কাজ করতে পারে এবং তার জন্য সমাজে একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠতে পারে ।

স্বপ্নে যদি কেউ টাকা চুরি করতে দেখে তার মানে হলো তার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে । সংসারে খুব কষ্ট হতে পারে । তাই এরকম স্বপ্ন দেখলে একটু সাবধানে থাকা উচিত এবং টাকাপয়সা সামলে রাখা উচিত ।

স্বপ্নে যদি কেউ শুধু পয়সা দেখে তার মানে স্বপ্নদ্রষ্টার রোজগার করতে খুব কষ্ট হবে কিন্তু তিনি কোনো অসৎপথে পা ফেলবেন না, সৎপথে কষ্ট করে রোজগার করবেন ।

স্বপ্নে যদি কেউ শুধুমাত্র টাকা দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টার ব্যবসায় উন্নতি হবার লক্ষণ । কোনো ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে তার জীবনে ।

স্বপ্নে যদি কেউ কাউকে টাকা ধার দিতে দেখে তার মানে হলো স্বপ্নদ্রষ্টার কারোর সাথে ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে বা কারোর মনে মনে সমালোচনার পাত্র/পাত্রী হয়ে উঠার সম্ভাবনা ।

স্বপ্নে যদি কেউ টাকা গুনতে দেখে তার মানে হলো খুব তাড়াতাড়ি তার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে ।

স্বপ্নে যদি কেউ বেহিসাবি ভাবে টাকা নষ্ট করতে দেখে তার মানে হলো সেই ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে বা কোনো অত্যাচারী ব্যক্তির শিকার হতে পারে ।

স্বপ্নে যদি কেউ রাস্তায় বা অন্য কোথাও পরে থাকা টাকা কুড়িয়ে পেতে দেখে তার মানে হলো তিনি যদি কোনো সমস্যায় থাকেন তবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার লক্ষণ এবং জীবনে কোনো কিছুতে সফল হয়ে উঠার লক্ষণ রয়েছে । 

স্বপ্নে যদি কেউ টাকা পয়সা নিজ হাতে বানাতে দেখে তাহলে অসৎ লোক হবার লক্ষণ রয়েছে  ।

স্বপ্নে যদি কেউ টাকাপয়সা হিসেবে করে রাখতে দেখে তবে পরিবারের সবার কাছে তিনি প্রিয় হয়ে উঠতে পারেন , পরিবারে যদি কোনো ঝামেলা বা ঝগড়া জঞ্ঝাট থাকে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ ভাগ্য ভালো হবার লক্ষণ ।

স্বপ্নে যদি কেউ টাকা জমা করে রাখতে দেখে তার মানে হলো সেই ব্যক্তি কারোর কাছে থেকে কোনো ভালো উপহার পেতে পারেন ।

স্বপ্নে যদি কেউ জাল নোট বা নকল টাকা দেখে থাকেন তবে তার মানে হলো সেই ব্যক্তির ভুল কারোর সাথে বন্ধুত্ব হতে পারে বা উনার সাথে বাস্তবে কোনো ধোঁকাবাজি হবার নিদর্শন । তাই সাবধানে থাকা উচিত ।

স্বপ্নে যদি অন্য কাউকে টাকা পয়সা বানাতে দেখে তবে কোনো অসৎ সঙ্গে পড়ার লক্ষণ রয়েছে বা কোনো অসৎ কাজে ফেঁসে যাবার নিদর্শন ।

 স্বপ্নে যদি কেউ ছেড়া টাকা দেখে তার মানে খুব একটা শুভ নয় ,এরকম স্বপ্ন কোনো কিছু অমঙ্গল হবার নিদর্শন রয়েছে । এই ধরণের স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টা কারোর কাছে প্রতারিত হতে পারে ।  

12 comments:

  1. alhamdulillah.... karon ami j sopnota dekhechi setar bekkha onk vlo ebong sudurprosari....... alhamdulillah

    ReplyDelete
  2. আমি স্বপ্নে দেখেছি আমি অনেক গুলো লাল একটাকার পয়সা কুড়িয়ে নিচ্ছি এভাবে নিতে নিতে দেখি বাকি পয়সা গুলো স্বর্নের আর এই স্বর্নের পয়সা গুলো কুড়িয়ে নিতে কেও একজন আমাকে হেল্প করছে এই স্বপ্নের মানে কি

    ReplyDelete
  3. Kew jodi shopne karor tk kuriye pay then abr nije theke firiye dey ..arkm kisu dekhle kisher inggit hote pare..

    ReplyDelete
  4. আমি স্বপ্নে টাকা দিয়ে চকলেট কিনতে চাচ্ছি কিন্তু টাকা কম হয়ে যায

    ReplyDelete
  5. আমি সপ্নে দেখলাম ১০০ টাকা হারিয় ফেলেছি আর ঐ টাকা খুজতে গিয়ে আরও পচিশশো টাকা সহ ঐ টাকা পেয়েছি,। কেউ বুঝতে পারলে জানাবেন।

    ReplyDelete
  6. স্বপ্নে আমার বন্ধুরা কিছু টাকা দিয়ে সহায়তা করছে এর মানে কি

    ReplyDelete
  7. আমি স্বপ্নে ১টাকার ৩টা হলুদ রঙের কয়েন কুড়িয়ে পেয়েছি। আর মনে মনে ভাবতেছিলাম যে এই কয়েন্টা দিয়ে আমি কোনো কিছু একটা বানাবো।
    এটার ব্যাখ্যা কি হবে??

    ReplyDelete
  8. স্বপ্নে দেখলাম আমাদের জমানো টাকা ব্যাংক থেকে আনা হলো। প্রচুর টাকা।সেই টাকা গুনছিলাম। আর আমাদের বাড়ি আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। তুফানের রাত। একটু বাইরে বের হউয়ার পর একটা ইদুর দেখলাম একটু বড় সাইজের। ঐটা মারতে গিয়ে দেখি ওটা বিড়াল হয়ে গেছে প্রথমে বিড়ালটা ভয় পাচ্ছিল। এরপর আর ভয় পায়না। তখন দেখলাম যে ৪টা বিড়াল একসাথে।আর তাদের চেহারা একটু ভয়ানক ছিল।

    ReplyDelete
  9. স্বপ্নে অনেক পুরাতন পয়সা কুড়িয়ে পেতে দেখলে কি হয়?

    ReplyDelete
  10. দেখা যাক সত্যি হয় কি না!
    ধন্যবাদ

    ReplyDelete